• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উরসে যাওয়ার পথে পিকআপ উল্টে ৩ নারী নিহত, হাসপাতালে ১৫

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৯:৫৯ পিএম

উরসে যাওয়ার পথে পিকআপ উল্টে ৩ নারী নিহত, হাসপাতালে ১৫

ছবি: সংগৃহীত

সিটি নিউজ ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিন নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন। 

বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম সাহেরা খাতুন। বাড়ি জামালপুরে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপভ্যান সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারে যাচ্ছিল। এ সময় পিকআপভ্যানটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাহেরা বেগম।

 

আরিয়ানএস/
 

আর্কাইভ