• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইফোনের উৎপাদন কমাচ্ছে অ্যাপল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৬:৫১ পিএম

আইফোনের উৎপাদন কমাচ্ছে অ্যাপল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিগগিরই নতুন সিরিজের আইফোন নিয়ে আসছে অ্যাপল। এই সিরিজের মধ্যে থাকবে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ আলট্রা বা আইফোন ১৫ প্রো ম্যাক্স। তবে সাপ্লাই-চেইন সমস্যার কারণে নতুন আইফোনের উৎপাদন কমাচ্ছে অ্যাপল।

হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু দাবি করেছেন, নতুন আইফোন ১৫ সিরিজের ইউনিটের সংখ্যা ৮৩ মিলিয়নে নেমে আসতে পারে। জাপানের মিজুহো ব্যাংকের বিশ্লেষকরা ৮৪ মিলিয়নের পরিবর্তে আইফোন ১৫ সিরিজের ৭৩ মিলিয়ন ইউনিট শিপমেন্ট হওয়ার আশা করছেন। এমনকি অ্যাপল তাদের আশাবাদ অনুযায়ী ২২৭ মিলিয়নের পরিবর্তে এবছর ২১৭ মিলিয়ন ইউনিট আইফোন উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে।

এই তথ্যগুলো যদি সঠিক বলে ধরে নেওয়া হয় তাহলে সেপ্টেম্বরে অ্যাপল আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনগুলো উন্মুক্ত হওয়ার পর আইফোন ১৫ প্রো ম্যাক্স (আলট্রা) ছাড়া বাকি তিনটি মডেল আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজারে আসতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। অ্যাপলের অন্যতম সরবরাহকারী সনি এই মডেলটির জন্য সময়মতো ক্যামেরা সেন্সর সরবরাহ করতে না পারা এই বিলম্বের মূল কারণ বলে জানা গেছে।

এরইমধ্যে আইফোনের নতুন সিরিজের ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং রঙের বিষয়ে সম্পর্কে কিছু গুজব রয়েছে। তবে আইফোন সিরিজের লাইনআপের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আপডেট হবে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার বিষয়টি।

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ পাঁচটি রঙে আসবে বলে আশা করা হচ্ছে। আর ডিজাইনের দিক থেকে স্মার্টওয়াচটি আগেরগুলোর মতোই হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা মডেলটিও আগের স্মার্টওয়াচটির সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হচ্ছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ