• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সঙ্গীর পরকীয়া ধরলেন তরুণী!

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৭:৫৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সঙ্গীর পরকীয়া ধরলেন তরুণী!

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টুইটার সেলেব্রিটি মিয়া ডিয়াওয়ের হঠাৎ সন্দেহ হলো তার সঙ্গী পরকীয়া করছেন। সেই পরকীয়া ধরার জন্য অভিনব এক উপায় বেছে নেন ওই মার্কিন তরুণী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেন।

প্রযুক্তির সাহায্যে তিনি তার সঙ্গী বিলির গলা নকল করেন। পরে বিলির ফোনে অচেনা এক নারীর ফোন আসলে ডিয়াও বিলির গলায় তার সঙ্গে কথা চালিয়ে যান। তাদের কথোপকথনে জানা যায়, আগের রাতে ওই নারীকে চুম্বন করেছেন বিলি।

এআই-এর সহায়তা নিয়ে সঙ্গীর পরকীয়ার কথা জানতে পারেন ডিয়াও। এ পুরো ব্যাপারটাই ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। আর সঙ্গীর প্রতারণা ধরার এ উপায় দেখে তাজ্জব হয়ে যান নেটিজেনরাও।

তবে ডিয়াওয়ের উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি দেখান, ‌‘এখানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো এই ভিডিও সম্পূর্ণরূপে আমার ভক্তদের জন্য একটি প্র্যাঙ্ক ছিল, এবং আমার প্রেমিক এবং বন্ধু উভয়ই এতে সম্মত ছিলেন।

ডিও হাসতে হাসতে বলেন, আমি অবাক হয়েছি যে অনেকে এ নাটক বিশ্বাস করেছিল।

তিনি বলেন, আমি মনে করি যে প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার এ যুগে মানুষের সঙ্গে প্রতারণা করা অনেক সহজ। কারণ এখন সহজে অনেক কিছু করা যায়। আবার বিপরীতভাবে প্রতারণা ধরা পড়াও অনেক সহজ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ