• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দেশের প্রথম এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৩:১৭ এএম

দেশের প্রথম এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রেজেন্টার ‘অপরাজিতা’। বুধবার (১৯ জুলাই) বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ -এর সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করেছে এআই প্রেজেন্টার।

গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।

সবশেষ গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) এআই প্রেজেন্টার দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।

চ্যানেল ২৪ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ইতিবাচক দিক আছে। এসবের সুবিধা আমরাও নিতে চাইছি। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। 

 

জেকেএস/ 

আর্কাইভ