• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৬৯৯ টাকায় ইনস্টাগ্রাম ভেরিফায়েডের সুযোগ

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০১:১৪ এএম

৬৯৯ টাকায় ইনস্টাগ্রাম ভেরিফায়েডের সুযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাতে আবেদন করে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখেন আপনার ইনস্টাগ্রাম ভেরিফায়েড! এমন সুযোগ নতুন নয়। তবে নতুন খবর হচ্ছে ৬৯৯ টাকায় ইনস্টাগ্রাম ভেরিফায়েডের সুযোগ পাচ্ছেন ভারতীয়রা।

এতদিন ইনস্টাগ্রাম ভেরিফায়েড বা ব্লু ব্যাজ পেতে অনেক কষ্ট করতে হয়েছে ব্যবহারকারীদের। এখন থেকে আর কোনও জটিলতার মুখে পড়তে হবে না বলে জানিয়েছে ফেসবুক।

সম্প্রতি মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভেরিফায়েড পরিষেবা চালু করেছে মেটা। যেখানে ৬৯৯ টাকা খরচ করে ইনস্টাগ্রাম ভেরিফায়েডের সুযোগ মিলছে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ফোনেই মিলবে এই সেবা। কয়েক মাস আগে এরকম পরিষেবা চালু করে টুইটার। তবে টাকা দিলেও অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য বৈধ সরকারি পরিচয়পত্র থাকতে হবে এবং বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

মেটা জানিয়েছে, ব্লু টিক যোগ হলে বাড়তি কিছু সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে সরাসরি। পাশাপাশি নিজেদের ফলোয়ার সংখ্যাও বাড়াতে পারবেন।

আপাতত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু হয়েছে এই পরিষেবা।

 

জেকেএস/

আর্কাইভ