• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার হারাল টুইটার

প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৭:৪০ পিএম

বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার হারাল টুইটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত কয়েক মাসের মধ্যেই বিপুলসংখ্যক সাবস্ক্রাইবার হারিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। সিইও ইলন মাস্ক টুইটারে ব্লু টিকের জন্য টাকা নেয়া শুরু করার কারণেই হঠাৎ করে সাবস্ক্রাইবার হারায় সংস্থাটি।

যারা ব্লু টিক নেওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছিলেন, কয়েক মাসের ব্যবধানে তার অর্ধেকেরও বেশি সাবস্ক্রাইবার হারিয়েছে টুইটার। এই মাইক্রো ব্লগিং সাইটে যেখানে দেড় লাখ সাবস্ক্রাইবার ছিল, সেখানে তা কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে।  

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, টুইটারের মালিকানায় আসার পর নতুন নিয়ম চালু করেছিলেন ইলন মাস্ক। টুইটারে ব্লু টিকের জন্য তিনি টাকা নেওয়া শুরু করেন তিনি। এমনকি অনেক সেলিব্রেটিদেরও ব্লু টিক কেড়ে নেওয়া হয়েছিল। টাকা দেয়ার পর তা ফিরে পান তারা।
এ কারণে টুইটারের প্রতি অনীহা তৈরি হয়েছে অনেকের।


ব্যবহারকারীরা বলছেন, প্রতি মাসে ৮-১১ ডলার খরচ করার পরও অতিরিক্ত কোনও সেবা দেওয়া হচ্ছে না টুইটার থেকে। বরং আরও কিছু সমস্যা তৈরি হলেও তার সমাধান দিতে পারেনি টুইটার।


এডিএস/

আর্কাইভ