• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিন দিনে ঢাকা ছেড়েছেন সাড়ে ৫৩ লক্ষাধিক সিমধারী

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৪:১৯ পিএম

তিন দিনে ঢাকা ছেড়েছেন সাড়ে ৫৩ লক্ষাধিক সিমধারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী লোক ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে মন্ত্রী তার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, এ তিন দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২ সিমধারী। এসব সিম দেশের চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের।
 

ঢাকা ছেড়ে যাওয়া সিমধারীদের মধ্যে গ্রামীণফোনের ১৭ লাখ ৪০ হাজার ১১৭, রবির ১৪ লাখ ৭৩ হাজার ৭২১, বাংলালিংকের ২০ লাখ ৫৯ হাজার ৮৫৭ ও টেলিটকের ৮১ হাজার ১৩৭ জন।

মন্ত্রী জানান, একই সময় গ্রামীণফোনের ৩ লাখ ৮৯ হাজার ২৮৩, রবির ২ লাখ ৫৬ হাজার ৩২, বাংলালিংকের ১২ লাখ ২৯ হাজার ৮২৩ ও টেলিটকের ৩০ হাজার ৭৬৪ জন সিমধারী ঢাকায় এসেছেন।


ঈদ উপলক্ষে রাজধানী ছেড়েছেন মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে নিজ গ্রাম ও এলাকায় যান তারা।

 

জেকেএস/

আর্কাইভ