• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ফেসবুক আইডির প্রোফাইল লক করা থাকলে ছবি দেখবেন যেভাবে

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৪:১৭ পিএম

ফেসবুক আইডির প্রোফাইল লক করা থাকলে ছবি দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখন বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল লক করা থাকে। অনেকেই আবার বিড়ম্বনায় পড়েন ফ্রেন্ড রিকুয়েস্ট নিয়ে। কেননা ফেসবুকে ইদানীং আইডি লক করে রিকোয়েস্ট পাঠানো হয়। অনেকেই এতে বিব্রত বোধ করেন। প্রেরকের ছবি দেখতে পারেন না। আর এই লক প্রোফাইলের ছবি কীভাবে দেখতে পারবেন তার উপায় জানানো হচ্ছে সিটি নিউজ ঢাকা অনলাইন পত্রিকার মাধ্যমে।

আপনি চাইলেই যে রিকোয়েস্ট পাঠিয়েছে তার ছবি ফুল রেজুলেশনে দেখে নিতে পারেন। এজন্য যা করতে হবে...

সবার আগে যে আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে সে আইডিতে প্রবেশ করতে হবে। এরপর আইডির কর্নারে থ্রি ডট এ ক্লিক করতে হবে।

এরপর লিংকটি কপি করে মোবাইল ব্রাউজারে চলে যেতে হবে।মোবাইল দিয়ে সহজ হবে।  সেখানে লিংকটি পেস্ট করে দিতে হবে। এরপর আবার লিংকে ক্লিক করলে দেখতে পারবেন এম (M) লেখা আছে। এই এম এর সাথে বেসিক (basic) লেখাটি এড করে ক্লিক করুন ।

এরপর ছবির উপর ক্লিক করলে বা ভিউ ইমেজ দিলে সাথে সাথে আপনি সহজেই সেই আইডির ফুল ছবি দেখতে পারবেন।

আর্কাইভ