• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এই প্রথম টিভিকে ছাড়িয়ে যাচ্ছে নেটফ্লিক্স-ইউটিউব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:৪৮ এএম

এই প্রথম টিভিকে ছাড়িয়ে যাচ্ছে নেটফ্লিক্স-ইউটিউব

প্রচলিত ধারার টিভি অনুষ্ঠানে ক্রমেই আগ্রহ হারাচ্ছে মানুষ।

সিটি নিউজ ডেস্ক

দর্শকসংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রচলিত টিভিকে ছাড়িয়ে যাবে নেটফ্লিক্স, টিকটক ও ইউটিউবের মতো ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্ম। মার্কিন প্রাপ্তবয়স্কদের ওপর জরিপ চালিয়ে এমন পূর্বানুমান করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইনসাইডার ইন্টেলিজেন্স।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালজুড়ে মানুষ গড়ে প্রতিদিন তিন ঘণ্টার কম টিভি অনুষ্ঠান দেখবে, যেখানে ডিজিটাল মাধ্যমে ভিডিও দেখার পরিমাণ বেড়ে গড়ে তিন ঘণ্টা ১১ মিনিটে পৌঁছবে।


ইনসাইডার ইন্টেলিজেন্সের প্রিন্সিপ্যাল অ্যানালিস্ট পল ভারনা এক বিবৃতিতে বলেন, ‘মানুষ এখন বড় ও ছোট পর্দায় ভিডিও দেখায় বেশি সময় কাটাচ্ছে বলেই এই মাইলফলক। কেউ হয়তো ইন্টারনেটে যুক্ত টিভিতে নাটক কিংবা স্মার্টফোনে কোনো ভাইরাল ভিডিও দেখছেন।’
বিশেষ করে তরুণেরা ভিডিও স্ট্রিমিং সেবা বেশি ব্যবহার করছে বলেই প্রচলিত টিভি পিছিয়ে পড়ছে বলে উল্লেখ করেন পল ভারনা।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে এগিয়ে আছে নেটফ্লিক্স ও ইউটিউব। এই দুটি প্ল্যাটফর্মে মার্কিন প্রাপ্তবয়স্করা দিনে গড়ে ৩৩ মিনিট করে ভিডিও দেখে থাকেন। আবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখানোর সুবিধা আসায় টিভিতে মানুষ আগের তুলনায় কম সময় ব্যয় করছে।
টিকটকের জনপ্রিয়তাও বাড়ছে। যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটি একদিকে যেমন তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠছে, অন্যদিকে বারবার বাধার মুখে পড়েছে। এর মূল প্রতিষ্ঠান চীনের বাইটডান্স। চীনা কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করে বলে টিকটকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে শুনানিতে অংশ নিতে আগামী মাসে ওয়াশিংটনে মার্কিন আইনপ্রণেতাদের মুখোমুখি হবেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ। তাতে অবশ্য জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
অন্যদিকে টুইটার মূলত ভিডিও প্ল্যাটফর্ম নয়। এতে মৌলিক ভিডিও পোস্ট করার হারও বেশ কম। প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা কিংবা ব্যবহারকারী কমে যাওয়ার সেটা একটা কারণ হতে পারে বলে জানিয়েছে ইনসাইডার ইন্টেলিজেন্স।

 

আরিয়ানএস/এএল

আর্কাইভ