• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শেষ হচ্ছে সিম কার্ডের যুগ

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ১০:৩৪ এএম

শেষ হচ্ছে সিম কার্ডের যুগ

সিটি নিউজ ডেস্ক

সম্প্রতি অ্যাপল ইভেন্টে আইফোন ১৪ সিরিজ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনগুলোতে থাকবে না কোনো সিম কার্ড ব্যবহারের সুযোগ। ব্যবহার করতে হবে ই-সিম।

আইফোনে ই-সিম ব্যবহারের সুবিধা সর্বপ্রথম চালু হয় ২০১৮ সালে। তবে এবারই প্রথম ফোন থেকে সিম ট্রে বাদ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রচলিত কার্ড সিম ব্যবহারের কিছু অসুবিধা থেকে মুক্তি এবং প্রযুক্তির উন্নয়ন, উভয়ের সমন্বয় আধুনিক ইলেকট্রনিক সিম বা ই-সিম।

এই প্রযুক্তি ব্যবহার করতে ফোনের ভেতরেই একটি হার্ডওয়্যার বসানো হয়, যার মাধ্যমে প্রয়োজন অনুসারে কয়েকটি নাম্বার এক ফোনেই ব্যবহার করা যায়। ট্রে খুলে সিম পাল্টানোর ঝামেলা নেই।

অ্যাপল কর্তৃপক্ষ বলছে সিম ট্রে বাদ দিলে নিরাপত্তা বাড়ার পাশাপাশি ফোনের কার্যক্ষমতাও বাড়বে। তখন ফোনের বাড়তি জায়গা ব্যহার করা যাবে ব্যাটারির সক্ষমতা বাড়ানোয়। তাছাড়া ফোন আরও চিকন করার বিষয়টিতো আছেই।

 

এসএএস

আর্কাইভ