• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাইবার হামলা রুখতে ইমোতে ‍‍`ফ্যামিলি গার্ড‍‍` সুবিধা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৬:৪৫ এএম

সাইবার হামলা রুখতে ইমোতে ‍‍`ফ্যামিলি গার্ড‍‍` সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ‍‍`ফ্যামিলি গার্ড‍‍` সুবিধা চালু করেছে ইমো। এর ফলে সন্তানের অ্যাকাউন্টে অন্য কোনো ব্যক্তি মুঠোফোন নম্বর পরিবর্তন, লগইন  ও অপরিচিত কোনো স্থান থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার চেষ্টা করলে অভিভাবকদের অ্যাকাউন্টে সতর্কবার্তা পাঠাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, সতর্কবার্তা পাওয়ার পরপরই অভিভাবকেরা ‍‍`রিমাইন্ড ফ্রেন্ড‍‍` বাটনে ক্লিক করে সন্তানকে সাইবার হামলার বিষয়ে সতর্ক করতে পারবেন। ফলে তাঁরা দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। 

এছাড়াও ব্যবহারকারীদের নিরাপত্তায় শিগগিরই ‍‍`ডিজঅ্যাপিয়ারিং মেসেজ‍‍` সুবিধাও চালু করবে ইমো। এ সুবিধা চালু হলে বন্ধু বা পরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো বার্তাীকটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

 

এসএএস

আর্কাইভ