• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

১০ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাবেন ইলন মাস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৩:৫৩ এএম

১০ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাবেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ থেকে দশ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন স্পেসএক্স ও টেসলা’র প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত লেক্স ফ্রেইডম্যানের পডকাস্টে তিনি এই মন্তব্য করেছেন।

ইলন মাস্ক বলেন, 'সব কিছু ঠিক থাকলে পাঁচ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো হবে আর যদি তা না হয় তাহলে ১০ বছর লাগতে পারে।'

শীর্ষ এই ধনী ব্যক্তি বলেন, 'মূলত এটি হলো যে যান মানুষ বহন করবে সেটির অগ্রগতি ঘটানো। ‘স্টারশিপ’ মহাকাশযানটি এ পর্যন্ত নির্মিত জটিল ও অত্যাধুনিক রকেট। এটি একেবারে পরের ধাপের।'

তিনি আরও বলেন, 'মূলত মঙ্গলে রকেট পাঠানোর খরচ এখন প্রধান চ্যালেঞ্জ।'

স্পেসএক্স স্টারশিপ নামের যে মহাকাশযানের কথা মাস্ক তুলে ধরেছেন তা পৃথিবীর কক্ষপথ, চাঁদ ও মঙ্গল গ্রহে ক্রু ও কার্গো বহন করতে পারে।

কোম্পানিটির দাবি, যখন এটির কাজ শেষ হবে এটি হবে বিশ্বের শক্তিশালী মহাকাশযান যা পৃথিবীর কক্ষপথে ১০০ মেট্রিক টন বহন করে নিয়ে যেতে পারবে।

শুধু স্পেসএক্স অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে পৌঁছার চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্র সরকারেরও নজর রয়েছে লাল গ্রহে। ফেব্রুয়ারিতে গ্রহটিতে একটি রোভার মিশন পাঠিয়েছে নাসা। আরেকটি মিশন ২০২২ সালে পরিচালনা করা হবে। মার্কিন প্রশাসন এর আগে ২০৩০ সালের মধ্যে মঙ্গলপৃষ্ঠে মানব অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিল। চীনের মহাকাশ কর্মসূচিও ২০৩৩ সালে মঙ্গলে পৌঁছার ইচ্ছার কথা জানিয়েছে।

অর্ণব

আর্কাইভ