• ঢাকা শনিবার
    ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ধর্ষণ প্রতিরোধে এলো ‘বাঁচাও’ অ্যাপ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১২:২৮ এএম

ধর্ষণ প্রতিরোধে এলো ‘বাঁচাও’ অ্যাপ

সিটি নিউজ ডেস্ক

তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোনের মাধ্যমে বিশ্ব এখন হাতের মুঠোয়। দৈনন্দিন জীবনের সব কিছুই করা যাচ্ছে ছোট এই যন্ত্রটির মাধ্যমে। এরপরও থেমে নেই প্রযুক্তিবিদেরা। নিত্যনতুন আবিষ্কারের নেশায় মত্ত তারা। তৈরি করছেন দারুণ সব অ্যাপ।

সম্প্রতি এমনই এক অ্যাপ তৈরি করেছেন জালাল মির্জা নামের এক ব্যক্তি। যে অ্যাপ ব্যবহারে আপনার ফোনটি হয়ে উঠতে পারে ধর্ষণ ঠেকানোর হাতিয়ার। মুঠোফোনের বার্তা পেয়ে ঠেকাতে পারেন ধর্ষণের মতো জঘন্য অপরাধ। অ্যাপটির নাম ‘বাঁচাও’।

জানা যায়, ২০ বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল বোন। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় থমকে গিয়েছিল জালাল মির্জার পরিবার। তীব্র ক্ষোভ আর হতাশায় পৃথিবীটাকে তখন মনে হয়েছিল নরক। সেই থেকে একটি প্রত্যয় নিয়ে মাঠে নামেন জালাল মির্জা। আর কোনো বোন যেন এ রকম দুর্ঘটনার শিকার না হন তাই ধর্ষণের বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তৈরি করেন বাঁচাও অ্যাপ।

জালাল মির্জা বলেন, মাঝখানে আমার আম্মাকে হারালাম। আম্মা এই জিনিসটা মেনে নিতে পারেননি। মারা যাওয়ার আগে আম্মা হাতে হাত রেখে বললেন যে তুমি এতবড় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তুমি একটা কিছু করতে পার না। তুমি পারলে অসহায় মেয়েদের বাঁচাও। তখন যে বাঁচাও কথাটা বলে এটা আমার কানে লাগে। ওইদিন রাতেই আমি সিদ্ধান্ত নেই বাঁচাও নামে একই প্রকল্প করব।

একমাত্র সমাজের মানুষ এগিয়ে এলেই ধর্ষণ ঠেকানো সম্ভব। কারণ তারাই ঘটনাস্থলে দ্রুত যেতে পারে। এজন্য পি টু পি বা পিপল টু পিপল মডেল ব্যবহার করা হয়েছে। বাঁচাও অ্যাপের সাহায্যে সহজে নিবন্ধন করে 'রেপ এলার্ট' বাটন চেপেই সাহায্য চাওয়া যাবে।

এক ক্লিকেই সাহায্য চাওয়া নারীর কাছাকাছি পরিবার, বন্ধু, স্বেচ্ছাসেবক ও পুলিশের কাছে চলে যাবে বার্তা। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে সাহায্য চাওয়া নারীর অবস্থান নির্দেশ করবে। এ ক্ষেত্রে তার নম্বর গোপন রেখে টেক্সট বা অডিও কলেও করা যাবে যোগাযোগ। যাদের স্মার্টফোন নেই তাদের কথা বিবেচনা করে ইতোমধ্যে বাঁচাও বিটিআরসির কাছে বিকাশ/নগদের মতো শর্ট কোর্ডের জন্য আবেদন করেছে। যা দিয়ে যেকোনো ফোন থেকেই সাহায্য চাওয়া যাবে।

তিনি বলেন, যাদের স্মার্টফোন নেই যা ব্যবহার করতে জানে না তো তারা শর্ট কোর্ডের মাধ্যমে এসএমএস দিয়ে এলার্ট দিতে পারবে। তার এই মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আইনপ্রয়োগকারী সংস্থাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ধর্ষণকে চিরতরে নির্মূল করা না গেলেও অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাঁচাও অ্যাপের প্রতিষ্ঠাতা।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ