• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ডুরান্ড কাপে যাচ্ছে না মোহামেডান-শেখ জামাল

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৮:৫১ পিএম

ডুরান্ড কাপে যাচ্ছে না মোহামেডান-শেখ জামাল

ক্রীড়া ডেস্ক

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশের দুই ক্লাব ঢাকা মোহামেডান ও শেখ জামাল। তবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না মোহামেডানের। আজ বুধবার (১১ আগস্ট) ডুরান্ড কাপ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার বিষয়টি জানিয়েছে ঢাকা মোহামেডান। তবে ডুরান্ড কাপের কমিটিকে আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি শেখ জামাল। কিন্তু অংশগ্রহণ না করার পথে রয়েছে তারাও। 

ডুরান্ড কাপে খেলতে গেলে প্রত্যেক ফুটবলার ও কর্মকর্তার দুই ডোজ ভ্যাকসিন দেয়া থাকতে হবে। কিন্তু দুই ক্লাবের ফুটবলার ও কর্মকর্তাদের দুই ডোজ দেয়া হয়নি। ফলে যাওয়া হচ্ছে না ডুরান্ড কাপে। 

এ বিষয়ে মোহামেডান ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘মোহামেডান ডুরান্ড কাপে খেলতে যাবে না। লিগ প্রায় শেষ দিকে। ফুটবলারদের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন করতে হবে। তাছাড়া দুটি করে টিকা নেয়া নেই কারোরই। ফলে আমাদেরও যাওয়া হচ্ছে না। আমরা আজ তাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’

ভারতের সেনাবাহিনীর আয়োজনে ডুরান্ড কাপে গত এক দশকে অংশ নেয়নি বাংলাদেশের কোনো দল। ২০১৪ সালে আইএফএ শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রানার্সআপ হয়েছিল শেখ জামাল। যদিও শেষ পর্যন্ত ফাইনালে কলকাতা মোহামেডানের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতা। তাই কলকাতায় শেখ জামালের একটি বিশেষ পরিচিতি রয়েছে। আইএফএ শিল্ডের পর ডুরান্ড কাপেও ভালো কিছু করার সুযোগ ছিল।

শেখ জামালের ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার বলেন, ‘আমাদের ক্লাবে ডুরান্ড কাপ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে না খেলার ব্যাপারেই মতামত এসেছে। আমরা আনুষ্ঠানিকভাবে জানাব শিগগিরই। কলকাতায় আমাদের ক্লাবের বিশেষ সুনাম রয়েছে। আমরা আরও প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে ভারতের আমন্ত্রিত টুর্নামেন্টে অংশগ্রহণ করব সামনে।’

ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ৭০০ ভ্যাকসিন পেয়েছিল ফুটবলাঙ্গনের জন্য। ফুটবলারদের অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় ভ্যাকসিন নিতে পারেননি। ফলে অনেক ফুটবলার এখনও প্রথম ডোজের অপেক্ষায়। 

এর আগে গত ৩ আগস্ট ভারতের ডুরান্ড কাপে অংশ নেয়ার আমন্ত্রণ পায় ঢাকা মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ভারতের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের ১৩০তম আসর বসবে সেপ্টেম্বরে। কলকাতার বিশ্ব যুব ভারতী ও কল্যাণী স্টেডিয়ামে ডুরান্ড কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর। টুর্নামেন্টে ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। প্রতি গ্রুপের সেরা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।


ইফাত/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ