• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

লাইফ সাপোর্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৭:২৩ পিএম

লাইফ সাপোর্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডের হয়ে বাইশ গজে লড়েছেন তিনি। অনেক সময় সেই লড়াই শেষে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু এবার হাসপাতালে শুয়ে জীবন বাঁচাতে লড়ছেন ক্রিস কেয়ার্নস। হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়ায় অপারেশন শেষে লাইফ সাপোর্ট ইউনিটে আছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার।

গেল সপ্তাহে ক্যানবেরায় হৃদযন্ত্রের মূল ধমনিতে সমস্যা দেখা দিয়েছিল কেয়ার্নসের। এরপর থেকেই লাইফ সাপোর্ট ইউনিটে আছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটা অপারেশন করা হয়েছে তার হার্টে। তারপরও সাড়া দিচ্ছেন না। কারণেই সিডনিতে বিশেষ চিকিৎসকের কাছে পাঠানো হবে সাবেক এই কিউই ক্রিকেটারকে।

৫১ বছর বয়সী কেয়ার্নসের বাবাও ছিলেন ক্রিকেটার। ল্যান্স কেয়ার্নস নিজ নামেই পরিচিত। বাবার পথ ধরে ক্রিস কেয়ার্নস খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে কিউইদের হয়ে ৬২ টেস্ট ম্যাচ, ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

খেলা ছেড়ে দেয়ার পর স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন ক্যানবেরায়। সেখানে স্মার্ট স্পোর্টস নামে একটি সংস্থার বড় দায়িত্বে তিনি। ভার্চুয়াল স্পোর্টস নিয়ে কাজ করে সংস্থাটি। কিন্তু এবার জীবনটাই এলোমেলো হয়ে গেল তার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক সময়ের এই তারকা ক্রিকেটার।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ