প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৭:৫৪ পিএম
টানা তিন ম্যাচ
জিতে আগেই পাঁচ ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে অল্পের জন্য হেরেছে স্বাগতিকেরা।
পঞ্চম ও শেষ ম্যাচে
জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১২৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টাইগাররা।
আগে ব্যাট করে ৮ উইকেটে
১২২ রান করে তারা।
সোমবার
(৯ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং
করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাঈম শেখ ও
মেহেদী হাসানের ব্যাটে দারুণ শুরু করে স্বাগতিকেরা।
স্লো উইকেটে ব্যাট করে স্কোর বোর্ডে
৪২ রান জমা করেন
তারা।
এরপর
আর দীর্ঘ হয়নি এই জুটি।
মেহেদী ২টি চারের মারে
১২ বলে ১৩ রান
করে আউট হলে ভাঙে
বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি।
ইনিংসের পঞ্চম ওভারে টার্নারের করা তৃতীয় বলে
সজোরে হাঁকিয়েছিলেন মেহেদী। ব্যাটে-বলে এক হয়নি,
হাত থেকে ফসকে যায়
ব্যাট। মিড উইকেটে ধরা
পড়েন অ্যাগারের হাতে।
মেহেদীর
আউটের পর উইকেটে আসেন
সাকিব আল হাসান। কিন্তু
তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি
নাঈম। ড্যান ক্রিস্টিয়ানকে রিভার্স সুইপ করতে গিয়ে অ্যাগারের
হাতে ধরা পড়েন তিনি।
২৩ বলে সমান ২৩
রান করে সাজঘরে ফেরেন
নাঈম।
এরপর
ইনিংসের দশম ওভারের শেষ
বলে জাম্পাকে খেলতে গিয়ে পরাস্ত হন
সাকিব। লেগ বিফোরের ফাঁদে
পড়ে ফেরেন ২০ বলে ১১
রান করে। দলীয় ৬০
রানে ৩ উইকেট হারিয়ে
বিপাকে পড়ে বাংলাদেশ। চাপ
সামলাতে ব্যাট হাতে নেমেই অ্যাডাম
জাম্পাকে স্লগ করে ছয়
মারেন মাহমুদউল্লাহ। তবে তিনিও বেশিক্ষণ
টিকতে পারেননি। অ্যাশটন অ্যাগারের বলে তার হাতে
ক্যাচ তুলে দিয়ে বিদায়
নেন তিনি। ফেরার আগে ১৪ বলে
১৯ রান করেন বাংলাদেশ
দলের অধিনায়ক।
৮৪
রানে চতুর্থ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে
বাংলাদেশ। এরপর সৌম্য সরকার
ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ড্যান ক্রিস্টিয়ানের বলে দারুণ এক
চার মেরে। তবে পরের বলে
লং-অফে ক্যাচ তুলে
দিয়ে বিদায় নেন তিনিও। তার
আগে ১৮ বলে ১৬
রান করেন তিনি। সিরিজে
এটিই সৌম্যর সর্বোচ্চ স্কোর, এর আগের চার
ইনিংসে করেছিলেন ২, ০, ২
ও ৮ রান।
সৌম্যর
বিদায়ের পর ব্যাট হাতে
মাঠে নামেন ছন্দে থাকা আফিফ হোসেন।
নেমেই ইনসাইড-আউটে একটা ছয়
মেরেছেন তিনি। তবে আফিফকে সঙ্গ
দিতে পারেননি নুরুল হাসান সোহান। এলিসের বল পুল করতে
গিয়ে বোল্ড হন এই উইকেটক্ষক
ব্যাটসম্যান।
শেষ
দিকে আসা-যাওয়ার প্রতিযোগিতায়
নামেন মোসাদ্দেক, সাইফউদ্দিনরা। ফর্মে থাকা আফিফও ব্যাটে
ঝড় তুলতে পারেননি। ফলে নির্ধারিত ২০
ওভারে ৮ উইকেটে
১২২ রান তুলতে সমর্থ
হয় টাইগাররা।
অস্ট্রেলিয়া
বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয়
নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ।
হোয়াইটওয়াশ করার সম্ভাবনাও শেষ
গত ম্যাচে। তবে অস্ট্রেলিয়াকে বাগে
পেয়ে ৪-১ ব্যবধানে
হারানোর সুযোগ কাজে লাগাতে চায়
স্বাগতিক দল।
এই
ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন ঘটেছে।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন
শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারী।
একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন। অস্ট্রেলিয়া
দলেও দুই পরিবর্তন ঘটেছে।
জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাইয়ের
পরিবর্তে ফিরেছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।
বাংলাদেশ
একাদশ : সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব
আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক
হোসেন, শেখ মেহেদী হাসান,
নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া
একাদশ : অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল
মার্শ, মোয়েসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।
জেডআই/এম. জামান