• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নিউজিল্যান্ড সিরিজে স্ত্রী-সন্তান সঙ্গে রাখতে পারবেন সাকিবরা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:৫৩ পিএম

নিউজিল্যান্ড সিরিজে স্ত্রী-সন্তান সঙ্গে রাখতে পারবেন সাকিবরা

ক্রীড়া ডেস্ক

করোনাকালে সুরক্ষা বলয় বায়োবাবলে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে জিম্বাবুয়ে সফর শেষে বাসায় ফিরতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহরা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে ঢুকতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে মাত্র কয়েক দিনের ব্যবধানে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজে ক্রিকেটাররা চাইলে স্ত্রী-সন্তানকে সঙ্গে রাখতে পারবেন। এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সোমবার ( আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ দল। এরপর বাসায় ফিরে যাবেন ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে আবার প্রস্তুতি শুরু করবেন তারা। আগস্টের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে বায়োবাবলে, অনেক কঠিন সময় যাচ্ছে। এত কঠিন সময়েও ভালো পারফরম্যান্স করছে। ওদের কৃতিত্ব দেয়া উচিত।

এই সিরিজ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, নিউজিল্যান্ড ২৪ আগস্ট চলে আসবে। বাংলাদেশ দল বায়োবাবল থেকে বের হবে ১০ তারিখ। ১৫ আগস্ট পর্যন্ত ওরা বিশ্রামে থাকবে। ১৬ তারিখ থেকে লাল সাদা বলের খেলোয়াড়দের নিয়ে ২০ তারিখ পর্যন্ত অনুশীলন করব কোচদের অধীনে। ২২ তারিখের দিকে করোনা পরীক্ষা করে ২৪ তারিখে খেলোয়াড়রা বায়োবাবলে চলে যাবে।

নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের সঙ্গে পরিবার রাখার অনুমতি পাবেন কি না জানতে চাইলে আকরাম বলেন, ‘খেলোয়াড়রা যেভাবে স্বস্তিতে থাকবে, তা করে দিতে কোনো আপত্তি নেই। যেমন মোস্তাফিজের ছিল। কেউ থাকতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই।

নানা শর্ত দিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাদের জন্য গোটা ইন্টারকন্টিনেন্টাল ভাড়া করা হয়েছে। নিউজিল্যান্ডকেও প্রায় একই রকম সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট বোর্ড। করোনার সংক্রমণ মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যে কোনো রকম ঝুঁকি না নিয়ে সফলভাবে সিরিজ শেষ করতে চায় বিসিবি।

জেডআই/এম. জামান

আর্কাইভ