• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ১১:০৫ পিএম

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। মাত্র ১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ম্যাথু ওয়েডের দল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। নাঈম ৩৬ বলে ২৮, মেহেদি হাসান ১৬ বলে ২৩ ও আফিফ করেন ১৭ বলে ২০ রান। সৌম্য, সাকিব, মাহমুদুল্লাহ ও নূরুল হাসানের ব্যর্থতায় মাত্র ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। 

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপসন তুলে নেন ৩টি করে উইকেট। এ ছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের ভুগিয়ে জশ হ্যাজলউড ২টি ও অ্যাশটন অ্যাগার নেন ১টি উইকেট।

এদিকে বল হাতে শুরুতে আশা জাগালেও মাঝে খেই হারিয়ে ফেলে বাংলাদেশি বোলাররা। প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েডকে ফেরান মেহেদী হাসান। এরপর সাকিবের বল তুলোধুনো করে এক ওভারে ৫ ছক্কা হাঁকান ড্যান ক্রিস্টিয়ান। সাকিবের ওই ওভারেই পিঁছিয়ে পড়ে বাংলাদেশ। এর পরের দুই ওভারে দুই উইকেট তুলে নিয়েও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। 

৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মেহেদি হাসান। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। কাটার মাস্টারের দখলে ছিল একটি মেইডেন ওভারও। এ ছাড়া নাসুম ও শরিফুল নিয়েছেন ১টি করে উইকেট।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ড্যান ক্রিশ্চিয়ান ১৫ বলে করেন ৩৯ রান। অ্যাশটন অ্যাগারের ২৭ বলের ২৭ রানের ইনিংস জয়ের লক্ষ্যে আরও এগিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এ ছাড়া মিচেল মার্শ ১৫ বল খেলে করেন ১১ রান।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩টি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ালো সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে ৯ তারিখ মুখোমুখি হবে দুই দল।

ডব্লিউএস

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ