প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৬:২২ পিএম
নানা শর্ত বেধে
দিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া
দল। কিন্তু এবারের সফরে টাইগারদের কাছে
পাত্তাই পাচ্ছে না অজিরা। দুই
ম্যাচ হাতে রেখে এরইমধ্যে
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
জিতে নিয়েছে লাল সবুজ দল।
তৃতীয় ম্যাচে সফরকারী দলের একমাত্র সান্তনা
নাথান এলিসের হ্যাটট্রিক। কিন্তু জানেন কী এই বোলারের
অতীত জীবন?
চলতি
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার রিজার্ভ
বেঞ্চের খেলোয়াড় ছিলেন এলিস। মূল দলেও ছিলেন
না। তৃতীয় টি-টোয়েন্টিতে পেসার
রাইলি মেরেডিথের জায়গায় দলে সুযোগ পান
২৬ বছর বয়সী এই
পেসার। নিজের অভিষেক ম্যাচের শেষ ওভারের শেষ
তিন বলে একে একে
আউট করেন মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর
রহমান ও মেহেদী হাসানকে।
তৈরি হয় নতুন ইতিহাসের।
অথচ
এই এলিসের জীবন ছিল ভীষণ
কষ্টের। সংসারে অভাব থাকায় খেলা
ছেড়ে বাসাবাড়িতে, অফিসে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগানোর কাজ করেছেন। কখনও
করতে হয়েছে নির্মাণ শ্রমিকের কাজ। কখনও ফার্নিচার
তোলা ও নামানোর কাজ
করতেন, কখনও ছবি আঁকতেন।
সেন্ট ভার্জিলস কলেজের সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর তার অভাব
দূর হতে থাকে।
২০১৮
সালে এলিস খেলেন বিগ
ব্যাশে সুযোগ পান। এরপর খেলেন
তাসমানিয়া ক্রিকেট দলে। কিন্তু এলিসের
সঙ্গে কোনো ক্লাব পেশাদার
চুক্তি করছিল না। আবার হতাশ
হয়ে ক্রিকেট ছাড়ার চিন্তা করেন। এরপরই তাকে সুযোগ দেন
তাসমানিয়ার কোচ অ্যাডাম গ্রিফিথ।
ওই লিগে তাসমানিয়াকে জিতিয়ে
জাতীয় দলের নির্বাচকদের নজরে
পড়েন। তার জীবন বদলে
যায়।
জেডআই/নির্জন