• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় পা রেখেই কোয়ারেন্টিনে থাকবে মুমিনুলের দল

প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:৩১ পিএম

ঢাকায় পা রেখেই কোয়ারেন্টিনে থাকবে মুমিনুলের দল

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে আজ মঙ্গলবার (৪ মে) ঢাকায় আসছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেল ৪টায় ভাড়া করা বিশেষ বিমানে দেশে ফিরবেন তারা।

বিসিবির মেইল বার্তায় জানানো হয়, বিমানবন্দর থেকে দলের সবাইকে সরাসরি নিয়ে যাওয়া হবে বিসিবির নির্ধারিত হোটেলে। সেখানে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবে দলের প্রত্যেক সদস্যরা।

নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হয়েছিল বাংলাদেশ দলকে। সাত দিনের কোয়ারেন্টিন করতে হয়েছে শ্রীলঙ্কায় গিয়েও। এমনকি আজ শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেও হোটেল বন্দীই হতে যাচ্ছেন তামিম-মুশফিকেরা।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে ক্রিকেটারদের পাশাপাশি সফরে যাওয়া কর্মকর্তাদেরও। শ্রীলঙ্কায় ক্রিকেটারেরা জৈব সুরক্ষা বলয়ে ছিলেন। সেখানে গত রোববার (২ মে) রাতে করানো সবশেষ করোনা পরীক্ষায় দলের সবাই নেগেটিভ হয়েছেন।   

হাসিব/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ