ক্রীড়া ডেস্ক
ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রভাব পড়েছে আইপিএলেও। ফলস্বরূপ আইপিএল সরে যেতে পারে মুম্বাইয়ে। বাণিজ্য নগরীতে করোনার প্রভাব কিছুটা কমেছে। সেখানে তিনটি মাঠ থাকার সুবিধা নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই দিল্লি এবং আহমেদাবাদে চলতে থাকা লিগ সরতে পারে মুম্বাইয়ে। কলকাতা এবং ব্যাঙ্গালুরুতে বাকি পর্ব হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই।
এবারের আইপিএল শুরুর আগে সংযুক্ত আরব আমিরতের শাহিতে তা করা হবে কি না সেই নিয়েও ভাবনা ছিল বোর্ডের অন্দরে। তবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ সফলভাবে আয়োজন করার পর বোর্ডের সাহস বেড়ে যায় বলেই মনে করা হচ্ছে। তবে আইপিএল অনেক বড়। ছয় শহরে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হলেও কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হন। এর ফলে কলকাতা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ পিছিয়ে দেয়া হয়। বুধবার চেন্নাই এবং রাজস্থান রয়্যালস দলের খেলা হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ পরে হবে বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।
মুম্বাইয়ে আপিএল করার জন্য সেখানের হোটেলে খোঁজখবর নেয়াও শুরু করে দিয়েছে বোর্ড। একই দিনে দুটো করে খেলাও হতে পারে বলে জানা গিয়েছে। তবে একই দিনে দুটো করে খেলা হলে সম্প্রচারকারী চ্যানেল তা মেনে নেবে কি না জানা যায়নি। বোর্ড চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আইপিএল শেষ করতে। প্রসঙ্গত, সোমবার (৩ মে) মুম্বইয়ে ২৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৭ মার্চের পর যা সব থেকে কম। এক মাস আগেও এই আক্রান্তের সংখ্যা ১০ হাজারের ওপরে ঘোরাফেরা করছিল।
হাসিব/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন