• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৩:২৪ এএম

টি-টোয়েন্টি সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এতে স্পিকার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, দলের কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। জয়ের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, মাহমুদউল্লাহর অনবদ্য ব্যাটের পর মোস্তাফিজের কাটার ও স্লো ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে ১০ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। ২২৭ রানকে তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

তরিকুল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ