• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দেখা মিলল সেই মোস্তাফিজের

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০২:১৩ পিএম

দেখা মিলল সেই মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ক্রিকেটে আশীর্বাদ হয়ে এসেছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালে অভিষেকের পর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে তার কাটার দিয়ে একাই ভুগিয়েছেন এই পেসার। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা মোস্তাফিজ তার বোলিংয়ের ধার হারিয়েছিলেন ডান হাতের কনুইয়ে অস্ত্রোপচারের পর। তবে দীর্ঘ দিন পর পুরনো ফিজের দেখা মিলেছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার দুর্বোধ্য কাটার আর স্লোয়ারে নাকাল অজি ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজের সামনে পথই খুঁজে পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা। অথচ ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে আসা মোস্তাফিজের শুরুটাই হয়েছে বাউন্ডারি হজম করে। মোস্তাফিজ অবশ্য তাতে একটুও বিচলিত হননি। তৃতীয় বলেই দেখালেন ভেলকি। অস্ট্রেলীয় ওপেনার জশ ফিলিপ ফিজের স্লোয়ারটা বুঝতেই পারেননি। লেগ স্টাম্প ছেড়ে হালকা এগিয়ে খেলতে গিয়ে রীতিমতো বোকা বনে যান ফিলিপ। আর তাতেই বোল্ড অজি ওপেনার।

মোস্তাফিজকে এরপর আক্রমণে আসেন ১২তম ওভারে। এ ওভারে উইকেট না পেলেও দেন ৫ রান। শেষ দিকে মোস্তাফিজ আরও ভয়ঙ্কর। ১৮তম ওভারে মোস্তাফিজকে আড়াআড়িতে খেলতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাথু ওয়েড। তার লেগ স্টাম্প উড়িয়ে দেন ফিজ। পরের বলে দারুণ এক বাউন্সারে ফেরান অ্যাশটন অ্যাগারকে। হ্যাটট্রিকের সুযোগই চলে এসেছিল মোস্তাফিজের। সেটি না হলেও যে বোলিংটা করেছেন, তাতেই অস্ট্রেলিয়া আটকে গেছে ১২১ রানে।

৪ ওভারে ৩ উইকেট পেয়েছেন ২৩ রান খরচে। উইকেট শিকারে এগিয়ে তো বটেই, কাল বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন মোস্তাফিজই। তার ইকোনমি রেট ৫.৭৫। ৪৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে ৯ বার ৩ উইকেট পেয়েছেন, এর মধ্যে দুবার ইকোনমি রেট ছয়ের নিচে রাখতে পেরেছেন মোস্তাফিজ। 

টি-টোয়েন্টি তার অন্যতম প্রিয় সংস্করণ। এই সংস্করণে ভালো করবেন, এটি যেন অনুমিতই। মে মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ বোলিং করেছিলেন। সব ঠিক থাকলে রাজস্থানের হয়ে সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশও খেলতে পারেন মোস্তাফিজ। অবশ্য আপাতত আইপিএল নয়, তার ভাবনায় শুধুই অস্ট্রেলিয়া সিরিজ।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে নিয়মিত খেলতে পারেননি চোটে পড়ে। এই অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আবারও দুর্দান্ত ছন্দে ফিরতে মোস্তাফিজ কতটা উন্মুখ, সেটি দেখাই যাচ্ছে।

জেডআই/এম. জামান
আর্কাইভ