• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

তামিম-মুশফিককে মিস করছেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৬:৫৫ পিএম

তামিম-মুশফিককে মিস করছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

গত কয়েক বছর ধরেই ঘরের মাঠে শক্তিশালী এক প্রতিপক্ষ টাইগাররা। তবে অস্ট্রেয়িলার বিপক্ষে সেটি প্রমাণের সুযোগ পায়নি বাংলাদেশ দল। এবার স্বাগতিকদের সামনে সেই সুযোগ এসেছে। মঙ্গলবার ( আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের মুখোমুখি হবে লাল সবুজ দল। দলের বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিশেষ করে তামিম  ইকবাল আর মুশফিকুর রহিমকে মিস করছেন বলে জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

চোট সমস্যা আছে সফরকারী অস্ট্রেলিয়া দলেও। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ নেই ইনজুরির কারণে। ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় তারকারা নিজেদের নাম সরিয়ে নিয়েছেন।

বিষয়টি নজরে আনলে ম্যাচের আগের দিন সোমবার ( আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। ্যাংকিংয়ের যত ওপরের দলই হোক না কেন, যদি আপনি নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারেন, তাহলে আপনি যে কাউকেই হারাতে পারেন। হ্যাঁ, তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি। একই সময় আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আমরা মিস করছি। আমরা লিটনকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশফিককে মিস করছি।'

মাহমুদউল্লাহ বলেন, 'আমাদের দলের জন্যও বড় সুযোগ, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ আমাদের দক্ষতা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা ঘরের মাটিতে শক্তিশালী একটি দল। চেষ্টা করব যেন নিজেদের প্রমাণ করতে পারি'- মঙ্গলবার ( আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বলেন মাহমুদউল্লাহ।

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সেরা সুযোগ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেরা সুযোগ কি না সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে।

এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে, বিশ্বকাপে মুখোমুখি হওয়া চার ম্যাচের চারটিতেই হেরেছে লাল সবুজের প্রতিনিধিদের। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে অজিদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পরের ম্যাচগুলো হবে , , আগস্ট। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে গাজী টিভি টি-স্পোর্টসে।

জেডআই/নির্জন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ