• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

হেরে টসের ওপর দায় চাপালেন মুমিনুল

প্রকাশিত: মে ৩, ২০২১, ০৪:৪০ পিএম

হেরে টসের ওপর দায় চাপালেন মুমিনুল

ক্রীড়া ডেস্ক

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। সেই টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় টেস্টে টস জয়ের সঙ্গে ম্যাচও জিতে নেয় স্বাগতিক দল। ভারতীয় উপমহাদেশের উইকেটের চরিত্র অনেকটাই রহস্যময় হয়ে থাকে। বিশেষ করে টেস্ট ম্যাচে। আগে ব্যাটিং পরে বোলারদের রাজত্ব চলে। সেই সূত্রে নিজেদের শেষ টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হেরে টসের ওপর দায় চাপালেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচ শেষে লাল-সবুজ দলের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার মতে, এই টেস্ট ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। ম্যাচের ৫০ ভাগ ফল টসের সময়ই নির্ধারণ হয়ে গেছে। আমরা মূলত প্রথম ইনিংসেই ম্যাচটা হেরে গেছি, যখন ২৫০ রানে অলআউট হলাম। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।

মুমিনুল বলেন, ‘টস জিতলে ওরা হয়তো আমাদের জায়গায় থাকত আর আমরা আজকে ওদের জায়গায় থাকতাম। এসব উইকেটে খুব বেশি স্পিনারও লাগে না, যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমাদের তো দুজন খুব ভালো মানের স্পিনার ছিল, আমার মনে হয় না আরেকজন স্পিনার লাগত। দুই স্পিনারই আমার মনে হয় যথেষ্ট।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ