ক্রীড়া ডেস্ক
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সেই আনন্দ উদযাপনে বড় বাঁধা করোনাভাইরাস। গত বছরের ন্যায় এবারও প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্ক নিয়ে ঈদ উদযাপন করছে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা।
বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিধিনিষেধের মধ্যে ঈদ পালন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপভোগের আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২০ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।
এবারের ঈদ স্ত্রী-সন্তানদের সঙ্গে উদযাপন করতে পারছেন না সাকিব। এই মুহূর্তে জিম্বাবুয়ে সফরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর স্ত্রী-সন্তানেরা রয়েছে যুক্তরাষ্ট্রে। তবে সাকিবরা আছেন ফুরফুরে মেজাজে। জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে তারা। তার আগে জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজ দল।
জেডআই/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন