প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৪:০৬ পিএম
তিন লক্ষ্য অর্জনের
ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ
এড়াতে উইকেট ধরে রাখার পণ
করে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক
দলের ব্যাটসম্যানেরা। তাসকিন, মোস্তাফিজ, সাইফউদ্দিনরা না পারলেও ওপেনিং
জুটি ভাঙেন সাকিব আল হাসান। দ্বিতীয়
আঘাত করেন মাহমুদউল্লাহ।
ইনিংসের
নবম ওভারে সাকিবের হাতে বল তুলে
দেন তামিম। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে প্রথম ওভারেই
দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন
বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বল সুইপ করতে
গিয়ে এলবিডব্লিউ হন তাদিওয়ানাশে মারুমানি।
বিদায়ের আগে ১৯ বলে
১ চারে ৮ রান
করেন তিনি।
৩৬
রানে প্রথম উইকেট হানোর পর চাকাভার সঙ্গে
জুটি বাঁধেন ব্রেন্ডন টেইলর। সতর্কতার সঙ্গেই টাইগার বোলারদের মোকাবিলা করছিলেন তারা। আবার বোলার পরিবর্তন
করে সফরকারী অধিনায়ক। এবার বল তুলে
দেন ২০০তম ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহর হাতে।
টেইলরকে ফিরিয়ে দলে স্বস্তি ফেরান
এই স্পিনার। মাহমুদউল্লাহর বল উড়িয়ে মারতে
গিয়ে তামিম ইকবালের হাতে ধরা পড়েছেন
জিম্বাবুয়ের অধিনায়ক। বিদায়ের আগে ৩৯ বলে
২৮ রান করেন তিনি।
এই
প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ
২ উইকেটে ১২০ রান। রেগিস
চাকাভা ৫৮ এবং ডিয়ন
মায়ের্স ২১ রান নিয়ে
ব্যাট করছেন।
মঙ্গলবার
(২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয়
ও শেষ ওয়ানডেতে টস
জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচে
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে।
সুস্থ হয়ে ফিরেছেন কাটার
মাস্টার মোস্তাফিজুর রহমান। এতে বাদ পড়েছেন
শরীফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলবেন নুরুল হাসান সোহান।
আইসিসির
প্রবর্তিত ওয়ানডে সুপার লিগের কারণে আজকের ম্যাচটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ,
প্রতিটি ম্যাচ জিতলেই থাকছে ১০টি পয়েন্ট। পরবর্তী
বিশ্বকাপের আগে যেটি খুবই
গুরুত্বপূর্ণ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি
অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে যে কয়টি
সিরিজকে পাখির চোখ করেছে বাংলাদেশ,
তার মধ্যে এটা অন্যতম। এখন
সুপার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকলেও
বাংলাদেশ দল খুব ভালো
করেই জানে যে সামনে
কঠিন সময় আছে। তাই
জিম্বাবুয়ের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচটিও গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচকে টার্গেট করে এগোচ্ছে বাংলাদেশ।
খোয়াতে চায় না একটি
পয়েন্টও।
এই
ম্যাচে বাংলাদেশের সামনে তিনটি অর্জনের হাতছানি—জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয়, ষষ্ঠ
হোয়াইটওয়াশ ও বিশ্বকাপ সুপার
লিগের পূর্ণ ৩০ পয়েন্ট! গত
মে মাসে শ্রীলঙ্কার কাছে
শেষ ম্যাচ হেরে ১০ পয়েন্ট
খোয়ানোর স্মৃতি এখনো মুছে যায়নি।
এবার তাই জিম্বাবুয়েকে শেষ
ম্যাচে হালকাভাবে নেয়ার কোনো চিন্তা নেই
তামিম ইকবালদের মনে।
এই
ম্যাচ মাহমুদউল্লাহর জন্যও স্মরণীয় করে রাখার। পঞ্চম
বাংলাদেশি হিসেবে দুইশতম ওয়ানডে খেলতে যাচ্ছেন সদ্য টেস্ট থেকে
অবসর নেয়া এই অভিজ্ঞ
ব্যাটসম্যান।
বাংলাদেশ
একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব
আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব,
কাজী নুরুর হাসান সোহান, সাইফ উদ্দিন, তাসকিন
আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
জেডআই/এএমকে