• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মালদ্বীপে গিয়েই খেলতে হবে বসুন্ধরাকে

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৩:২৪ পিএম

মালদ্বীপে গিয়েই খেলতে হবে বসুন্ধরাকে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভুলের কারণে এএফসি কাপে স্বাগতিক হতে পারল না বসুন্ধরা কিংস। ফলে মালদ্বীপে গিয়েই খেলতে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্সদের। সোমবার (১৯ জুলাই) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।

এএফসি কাপের গ্রুপ পর্বে ডি গ্রুপের আয়োজক হয়ে গত জুলাই বাফুফের মাধ্যমে আবেদন করেছিল বসুন্ধরা কিংস। জবাবে এএফসি বাফুফেকে সরকারের কিছু অনুমতি পত্র নিয়ে ১৪ জুলাইয়ের মধ্যে ফিরতি চিঠি দিতে বলেছিল। কিন্তু বাফুফে নির্দিষ্ট সময়ের মধ্যে চিঠি দিতে ব্যর্থ হয়। একই আবেদন করে চিঠি পেয়েছিল মালদ্বীপও। তারা এএফসির বেধে দেয়া ডেটলাইনের মধ্যেই ফিরতি চিঠি দেয়ায় স্বাগতিক হওয়ার রেসে এগিয়ে ছিল।

অন্যদিকে বাফুফে স্বাস্থ্য অধিদফতর থেকে কোয়ারেন্টিন টুর্নামেন্ট চলাকালে নির্দেশনার কাগজ হাতে পেয়েছে নির্দিষ্ট সময়ের পর। ভারতের দল এই গ্রুপে থাকায় পাঁচ দিন কোয়ারেন্টিন দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সময় মতো চিঠির জবাব  দিতে না পারায় বসুন্ধরাকে টপকে ডি গ্রুপের ম্যাচের আয়োজক হয় মালদ্বীপ।

মালদ্বীপকে এএফসি স্বাগতিক হিসেবে বেছে নিলেও তাদের রেকর্ড খুব ভালো নয়৷ গত মে মাসে শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিত করে মালদ্বীপ। কিংসের হয়ে বাফুফে নির্দিষ্ট ডেটলাইনে কাগজপত্র জমা দিলে হয়তো স্বাগতিক হওয়ার একটা সম্ভাবনা থাকত তাদের।

ডিগ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও খেলবে ভারতের মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং প্লে-অফ থেকে উঠে আসা একটি দল।

১৫ আগস্ট অনুষ্ঠিত হবে ভারতের ব্যাঙ্গালুরু এফসি মালদ্বীপের ঈগলস ক্লাবের মধ্যে প্লে আপ ম্যাচ। ওই ম্যাচের বিজয়ী দল যোগ দেবে গ্রুপ পর্বে। ১৮-২৪ আগস্ট মালদ্বীপের মালেতে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস, ভারতের ব্যাঙ্গালুরু এবং মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যেকার প্লে অফ জয়ী দল।

জেডআই/নির্জন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ