প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৩:১৬ পিএম
লিওনেল মেসির জীবনে একটাই আক্ষেপ ছিল, তা হলো
আর্জেন্টিনার জার্সিতে কোনো শিরোপার স্বাদ
না পাওয়া। অবশেষে সদ্য সমাপ্ত কোপা
আমেরিকায় সেই আক্ষেপ ঘুচেছে
বিশ্ব ফুটবলের এই ক্ষুদে জাদুকরের।
ব্রাজিলের মাঠে নেইমারদের হারিয়ে
চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা।
আসরে
সেরা ফুটলারের পুরস্কার গোল্ডেন বল পেয়েছেন মেসি।
পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও। আর্জেন্টাইন এই মহাতারকা টুর্নামেন্টের
শুরু থেকেই খেলেছেন দুর্দান্ত ফুটবল। গোল করেছেন, করিয়েছেন
সতীর্থদের দিয়েও। নৈপুণ্যে মেসি মন্ত্রমুগ্ধ করেছেন
বিশ্বের কোটি ভক্তদের।
কোপা
শুরুর আগেও ব্যালন ডি’অর লড়াইয়ের জন্য
ফেভারিট ভাবা হয়নি আর্জেন্টিনার
তারকা লিওনেল মেসিকে। তবে কোপায় তার
অসাধারণ পারফরমেন্স পাল্টে দিয়েছে চিত্র। আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসির হাতেই বর্ষসেরার পুরস্কারটি দেখতে শুরু করেছেন অনেকে।
বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানও
মনে করেন মেসিই জিতবেন
এবারের ব্যালন ডি’অর।
রোববার
বার্সেলোনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে
কোম্যান জানান, ‘সপ্তমবারের মতো বর্ষসেরা খেতাব
জিতবেন মেসিই। দলে মেসি খুব
গুরুত্বপূর্ণ, সে আমাদের অধিনায়ক
এবং সবার জন্য উদাহরণ
। সে খুব চেয়েছিল
চ্যাম্পিয়ন হতে এবং বিশ্বের
সেরা খেলোয়াড় হিসেবে সে শিরোপা জিততে
। আমার চোখে ব্যালন
ডি’অর জয়ের লড়াইয়ে
সে ফেভারিট।’
এদিকে
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে
মেসির। সেই হিসেবে তিনি
এখন বার্সার খেলোয়াড় নন। তবে স্প্যানিশ
গণমাধ্যমের খবর, কাতালান ক্লাবটির
সঙ্গে পাঁচ বছরের চুক্তি
করতে রাজি হয়েছেন মেসি।
জেডআই/নির্জন