• ঢাকা বুধবার
    ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দুই হাজারি ক্লাবে গিয়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০২:০৯ পিএম

দুই হাজারি ক্লাবে গিয়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

৫৩তম টেস্ট খেলতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। দুই হাজার রানের মাইলফলক থেকে ৩৬ রান দূরে ছিলেন। মাইলফলক ছোঁয়ার দিনে ইনিংস টেনে নিলেন সেঞ্চুরিতেই। অবশেষে পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১২৪.৩ ওভারে মাধেভেরের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। ১৪৩ বলে তার ১০০ রানের ইনিংসটি সাজানো ১১টি চার ও ১টি ছক্কার সৌজন্যে। এই চট্টগ্রামেই প্রথম শতকটি করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন ২০২১ সালে।

১২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৪০ রান। লিড ২১৩ রানের। মিরাজ ১০০ এবং হাসান মাহমুদ ০ রানে ব্যাট করছেন।

মিরাজকে সেঞ্চুরির অপেক্ষায় রেখে ফিরলেন তানজিম

এদিকে মিরাজ আছেন সেঞ্চুরির অপেক্ষায়, আগ্রাসী ব্যাটে সঙ্গ দিচ্ছিলেন তানজিম সাকিব। নিজেও ছিলেন ফিফটির পথে, তবে ব্যক্তিগত এই মাইলফলক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরতে হলে তাকে। ১২৩তম ওভারে মাধেভেরের বলে ফেরার আগে ৮০ বলে ৪১ রান করে তানজিম।

রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ

মাসেকসার আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। রিভিউ নিলেন মিরাজ। পরে রিপ্লেতে দেখা গেলে তার ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল। তাই সিদ্ধান্ত পাল্টাতে হলো আম্পায়ারের। সে সময় ৮০ রানে ছিলেন মিরাজ।

মিরাজের ছক্কায় বাংলাদেশের লিড ২০০

১২১তম ওভারের প্রথম বলে মিরাজের ছক্কায় হাঁকিয়ে বাংলাদেশের লিড  দুইশ ছাড়িয়েছে। ৮ উইকেটে বাংলাদেশের রান ৪২৯। লিড ২০২ রান। মিরাজ ৯৫ রানে ব‌্যাটিংয়ে। তাকে সঙ্গ দেওয়া তানজিম সাকিবের রান ৩৫। দুজনের জুটি ৮৭ রানের।

চারশ’ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, লিড ১৭৭

আর্কাইভ