• ঢাকা মঙ্গলবার
    ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
পিএসএল ২০২৫

রাতে খেলবে লাহোর, একাদশে থাকবেন রিশাদ?

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০২:২৪ পিএম

রাতে খেলবে লাহোর, একাদশে থাকবেন রিশাদ?

ক্রীড়া ডেস্ক

রিশাদ হোসেন যে গুরুত্বপূর্ণ, এই কদিনে তা বুঝিয়ে দিয়েছে লাহোর কালান্দার্স। আজ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। উদ্বোধনী দিনেই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নামবে শাহিন শাহ আফ্রিদিদের দল। এই দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ। প্রথমবার বিদেশি লিগ খেলতে যাওয়া টাইগার বোলার কি একাদশে থাকবেন, এমন প্রশ্ন চড়ছে।

লাহোরের পক্ষ থেকে এখনও একাদশ ঘোষণা করা হয়নি। দেওয়া হয়নি কোনো ইঙ্গিতও। তবে টুর্নামেন্টের অন্যতম সফল দল ভরসা রাখতে পারেন বাংলার সেনশেসনের ওপর। স্পিনটা ভালো হচ্ছে রিশাদের, ব্যাটও চালাতে পারেন দারুণ। শাহিন ব্রিগেডও তাকে অলরাউন্ডার হিসেবেই দলে টেনেছে।

সাম্প্রতিক ফর্ম, অনুশীলন আর টিম কম্বিনেশনের বিচারে আজ রিশাদের দলে থাকার সুযোগ বেশি। এই দলে রিশাদ ছাড়া স্পিনার আছে আর দুজন। অভিজ্ঞ আসিফ আফ্রিদি ও তরুণ মুমিন কমর দুজনেই বাহাতি। এই দুজনের একাদশে থাকার সুযোগ অনেক কম। দলে অফ স্পিনার হিসেবে থাকবেন অলরাউন্ডার সিকেন্দার রাজা। রিশাদ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাতেও পটু। মোদ্দাকথা, লেগ স্পিনের কারণেই সুযোগ হতে পারে রিশাদের।

ইসলামাবাদের আজম খান, সালমান আগা ও বেন দারউসদের বিপক্ষে কার্যকরী হতে পারেন রিশাদ। লাহোরের কোচ রাসেল ডমিঙ্গো হওয়ায় সুযোগটা আরও বেশি। গত দুদিনের অনুশীলন আর দলের পক্ষ থেকে রিশাদকে নিয়ে উন্মাদনা বলছে, আজ রাত ৯.৩০ মিনিটের ম্যাচে লাহোরের পরিকল্পনায় ভালোকরেই আছেন রিশাদ।

শাহিনদের একাদশে রিশাদ থাকবেন কি না, তা সময় বলে দেবে। দেশ ছাড়ার আগে তিনি জানিয়ে গেছেন সুযোগ পেলে সেরাটা দেবেন। পিএসএলের এবারের আসরে রিশাদ ছাড়াও আছেন আরও দুই বাংলাদেশি—লিটন দাস ও নাহিদ রানা।  তারাও নিজ নিজ দলে একাদশে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার।

আর্কাইভ