• ঢাকা সোমবার
    ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আইপিএল ২০২৫: আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন ঈশান কিষান

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৭:২৫ পিএম

আইপিএল ২০২৫: আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন ঈশান কিষান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম শতকের দেখা পেয়েছেন ঈশান কিষান। রোববার (২৩ মার্চ) রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে স্বাগতিকরা। দলীয় ৪৫ রানে অভিষেক শর্মা সাজঘরে ফিরলে ক্রিজে আসেন ঈশান। প্রথম থেকেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হোন এ ব্যাটার।

ইনিংসের ১৯ তম ওভারের শেষ বলে ডাবল নিয়ে ৪৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছান ইষান। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি।

দুর্দান্ত এ ইনিংসে তার ব্যাট থেকে আসে ১১টি চার ও ৬টি ছয়ের দৃষ্টিনন্দন একেকটি শট।

আর্কাইভ