• ঢাকা মঙ্গলবার
    ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাসে সর্বোচ্চ ১০ লাখ পারিশ্রমিক পাবেন তাসকিন

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:২৬ পিএম

মাসে সর্বোচ্চ ১০ লাখ পারিশ্রমিক পাবেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

সুখবর পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে উন্নীত হলেন তিনি।

বিসিবির নির্বাচক প্যানেল তাসকিনকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে রেখে ২১ সদস্যের কেন্দ্রীয় চুক্তি চুড়ান্ত করেছে।

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২১ ক্রিকেটারের তালিকা আজ প্রকাশ করেছে বিসিবি। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

নতুন চুক্তিতে সর্বোচ্চ ‍‍`এ প্লাস‍‍` ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমদের মাসিক বেতন ৮ লাখ টাকা করে।

অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের বেতন মাসিক ৬ লাখ টাকা।

সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা করে।

‍‍`ডি‍‍` ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন প্রতি মাসে ২ লাখ টাকা করে।

আর্কাইভ