• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরলেন বাভুমা, অপরিবর্তিত নিউজিল্যান্ড

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৩:৩৮ পিএম

ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরলেন বাভুমা, অপরিবর্তিত নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

টস করতে যখন মাঠে গেলেন টেম্বা বাভুমা, তখনই নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ফেরার বিষয়টি। তিনি ছাড়া প্রোটিয়াদের একাদশে আর কোনো পরিবর্তন নেই। ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ নিয়েই ফাইনালের ওঠার লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড।

লাহোরে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি-ফাইনালে টস জিতেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে রাখতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টস হেরে বাভুমা বললেন, আগে ব্যাটিং চেয়েছিলেন তারাও। তবে কিউইদের অল্পতে আটকে রাখার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার বোলাররা।

অসুস্থতায় ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি বাভুমা। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মার্করামের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে দ্রুতই ফিট হয়ে ওঠায় তাকে হারাতে হয়নি দক্ষিণ আফ্রিকার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর এবার সেমি-ফাইনালের লড়াইয়েও একাদশে জায়গা হয়নি ওপেনার ডেভন কনওয়ের। প্রথম দুই ম্যাচে কেবল ১০ ও ৩০ রান করতে পেরেছিলেন তিনি। চলতি আসরে সেঞ্চুরি করা দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রাভিন্দ্রার ওপর ভরসা রেখেছে কিউইরা।

আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে এনিয়ে দ্বাদশবার মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। আগের ১১ বারের দেখায় ৭ ম্যাচে জিতেছে নিউ জিল্যান্ড, হেরেছে ৪ ম্যাচে।

তবে ওয়ানডেতে সামগ্রিকভাবে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৭৩ ম্যাচের সাক্ষাতে নিউ জিল্যান্ডকে ৪২ ওয়ানডেতে হারিয়েছে তারা। ২৬ ম্যাচ জিতেছে কিউইরা। পাঁচ ম্যাচে আসেনি কোনো ফল।

নিউ জিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও’রোক।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন (কিপার), ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

আর্কাইভ