• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১
চ্যাম্পিয়নস ট্রফি

ভালো শুরুর পর তামিমের বিদায়, পাওয়ার প্লেতেই ফিফটি বাংলাদেশের

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:০৮ পিএম

ভালো শুরুর পর তামিমের বিদায়, পাওয়ার প্লেতেই ফিফটি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউইরা। আর দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। পাওয়ার প্লেতে ক্যাচ আউট হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ২২ রান ও মেহেদী হাসান মিরাজ ১১ রানে ব্যাট করছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। নবম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ২৪ বলে ২৪ রান করেন এই তরুণ ব্যাটার।

এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লে ৫৮ রান তুলতে পারে বাংলাদেশ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ