• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
চ্যাম্পিয়ন্স ট্রফি

পাকিস্তানের ভাগ্যটা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৩৪ পিএম

পাকিস্তানের ভাগ্যটা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত

ক্রীড়া ডেস্ক

ভারতকে নিজেদের অতিথি করে পেতে কত চেষ্টাই না করেছে পাকিস্তান। ভিভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি, দরকারে ম্যাচ খেলেই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগসহ কত সুবিধার প্রস্তাব নিয়েই না হাজির হয়েছিল! কিন্তু পাকিস্তানের আয়োজনে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে আতিথ্য নিতে রাজিই হলো না ভারত! রাজনৈতিক-কূটনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত তাদের দল পাকিস্তানে পাঠাতে রাজি হয়নি, আইসিসি উপায় না পেয়ে টুর্নামেন্টটা পাকিস্তানের আয়োজনেই করলেও ভারতের ম্যাচগুলো দুবাইয়ে রেখে ‘হাইব্রিড মডেলে’ করতে বাধ্য হলো।

সেই দুবাইয়ে আজ ভারত আর পাকিস্তান যখন মুখোমুখি, পাকিস্তানের সামনে ভারতকে দেখিয়ে দেওয়ার চেয়েও বড় সমীকরণ ছিল, ম্যাচটা জিতে টুর্নামেন্টে টিকে থাকা। কিন্তু তা আর হলো কই! পাকিস্তানের অতিথি না হওয়া ভারত উল্টো পাকিস্তানকে হেসেখেলে ৬ উইকেটে হারিয়ে দিল, তাতে নিজ ঘরে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানই এখন দর্শক বনে যাওয়ার পথে।

পাকিস্তানের ভাগ্য এখন অনেকটাই বাংলাদেশের হাতে। আগামীকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে, বাংলাদেশ আর পাকিস্তান দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যদি বাংলাদেশ কাল জিতে যায়, সে ক্ষেত্রেও অবশ্য পাকিস্তানের ভাগ্য অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। সে ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই নিজেদের জয় নিশ্চিত তো করতে হবেই, পাকিস্তানকে এই আশায়ও থাকতে হবে যে – নিউজিল্যান্ড যাতে ভারতের কাছে হেরে যায়। শুধু এতটুকুই নয়, এত সব হিসাব মিলে গেলেও তখন রানরেটের হিসাব করতে হবে পাকিস্তান, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে।  

আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে পাকিস্তান যখন ২৪১ রানে গুটিয়ে গেল, তখনই পাকিস্তান সমর্থকদের অস্বস্তি শুরু হয়ে গেছে। বল ধরে আসে, এমন পিচেও যে এই রান ভারতের এমন ব্যাটিং লাইনআপের সামনে খুব একটা বড় নয়। এই লক্ষ্যটাই মামুলি হয়ে গেল বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের সামনে। ফর্মে থাকা শুবমান গিল চল্লিশের ঘরে (৪৬) আউট হয়েছেন, আইয়ার করেছেন ফিফটি (৫৬), কিন্তু খুশদিল শাহকে চার মেরে ৪৫ বল হাতে রেখেই ভারতের জয় যখন নিশ্চিত করে দিচ্ছেন কোহলি, তাঁর ব্যাট উঁচিয়ে ধরার উপলক্ষ্যও তৈরি হয়ে গেল। ওই চারের আগে কোহলির রান যে ছিল ঠিক ৯৬!

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ