• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

৫০ ওভারও খেলতে পারল না পাকিস্তান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:০৯ পিএম

৫০ ওভারও খেলতে পারল না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

আইসিসির টুর্নামেন্ট ছাড়া এখন আর ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখে না ক্রিকেটবিশ্ব। তাইতো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও তাদের প্রতিটি টুর্নামেন্টে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই রাখে। কেননা, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও উন্মাদনা, সেইসাথে বাণিজ্যও চড়া। দুই দলের মাঠের লড়াই নিয়ে আগ্রহও তুঙ্গে থাকে ক্রিকেটপ্রেমীদের।

ভারতকে ২৪২ রানের টার্গেট দিল পাকিস্তান ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ৭৬ বলে ৬২ রান করেন সৌদ শাকিল। ৭৭ বলে টেনেটুনে ৪৬ রান করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

ইনিংসের মাঝামাঝি পর্যন্ত ভালোই খেলছিলেন পাক ব্যাটাররা। দুই উইকেটেই দেড়শও ছাড়ায় পাকিস্তান। এমন পরিস্থিতে বড় স্কোরের স্বপ্নই দেখেছিল পাকিস্তান শিবির। তবে এই ম্যাচেও দেখা দেয় ‘পুরনো রোগ’- ব্যাটিং বিপর্যয়! যেখান থেকে আর বের হতে পারেনি রিজওয়ানের দল। ১৫০/২ থেকে ২৪১ রানে অলআউট হয়েছে দলটি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ