• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ঐতিহাসিক চুক্তির অপেক্ষায় মেসি-বার্সেলোনা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:২০ পিএম

ঐতিহাসিক চুক্তির অপেক্ষায় মেসি-বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

সব সংশয় আর গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। তবে আগের মতো বেতন পাবেন না এই আর্জেন্টাইন সুপারস্টার। অর্ধেক বেতনে কাতালান শিবিরে থাকতে রাজি হয়েছেন তিনি। সব কিছু  ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে উভয় পক্ষ চুক্তিপত্রে স্বাক্ষর করবে। 

নতুন চুক্তি অনুযায়ী আরও পাঁচ বছর বার্সেলোনায় থাকবেন লিওনেল মেসি। এ সময় অন্য কোনো ক্লাব তাকে দলে ভেড়াতে চাইলে খরচ করতে হবে ৩৫০ মিলিয়ন ইউরো। চুক্তি অনুযায়ী পূর্বের চুক্তি থেকে অর্ধেক বেতন পাবেন তিনি। সাধারণত বেতন কমিয়ে কোনো ফুটবলার ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় না। সেখানে ব্যতিক্রম হিসেবে বেতন কমিয়ে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।

বার্সেলোনার পক্ষ থেকে ১০ বছরের চুক্তির অফার থাকলেও শেষ পর্যন্ত পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে পাঁচ বছর বার্সেলোনায় কাটিয়ে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে খেলে ক্যারিয়ারকে বিদায় জানাবেন মেসি।

চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনকাম ট্যাক্স। এ বিষয়ে সকল সমস্যা সমাধান করবে ক্লাব কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বার্সেলোনা ট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের আলোচনা সম্পন্ন করেছে।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে লিওনেল মেসির সঙ্গে যত দ্রুত সম্ভব চুক্তি সম্পন্ন করতে চায়। কারণ একমাত্র মেসির কারণে বার্সেলোনার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সর হওয়ার বিষয়গুলো আটকে আছে। মেসি থাকা না থাকার ওপর নির্ভর করছিল স্পন্সরশিপের সে বিষয়গুলো।

নতুন চুক্তি অনুযায়ী বার্সেলোনায় থাকাকালীন ৮০ মিলিয়ন ইউরো বেতন পাবেন লিওনেল মেসি। তবে কোন মৌসুমে কত করে পাবেন তা এখনো নির্ধারিত হয়নি। স্পেনের আয়কর বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষেই তা নির্ধারণ হবে। কারণ বেতনের সঙ্গে যুক্ত আছে আয়করের বিভিন্ন বিষয়।

এ ছাড়াও চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে স্পোর্টিং দল গঠন করা। মূলত শর্ত মেনে নেয়ার কারণেই বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন মেসি। এ শর্ত অনুযায়ী বার্সেলোনার একটি শক্তিশালী দল গঠন করবে এবং শিরোপার রেসে থাকবে। এ শর্তের কারণেই ইতোমধ্যে এরিক গার্সিয়া, মেম্ফিস ডিপাই এবং সার্জিও আগুয়েরোর মতো তারকাদের ভিড়িয়েছে।

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ