প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১২:৪১ পিএম
সবশেষ ম্যাচে এই খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হয়েছে রংপুর রাইডার্সকে। যে কারণে এখন তাদের খেলতে হচ্ছে এলিমিনেটর। যেখানে হারলেই ছিটকে যেতে হবে আসর থেকে। এবার তাই যেকোনো মূল্যে জবাব দিতে চাই দলটি। যে কারণে প্লে-অফের আগে তিন বিদেশি ক্রিকেটারকেও উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামার আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পা রেখেছেন রংপুরের তিন বিদেশি ক্রিকেটার। সেই তিন বিদেশি ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে রংপুর।
এই তিন বিদেশি ক্রিকেটারের ঢাকায় পা রাখার বিষয়টি নিশ্চিত করে বাকিদের একরকম হুমকিও দিয়ে রেখেছে দলটি। এই তিন বিদেশি ক্রিকেটারের ছবি পোস্ট করে তার ক্যাপশনে রংপুর লিখেছে, ‘আমাদের প্রত্যাশার উত্তর দেওয়া হয়েছে!’ সেই সঙ্গে এই তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে রাইডার্স সমর্থকদের শুভ সকালও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুর অবশ্য এমনিতেই দারুণ ক্রিকেট খেলছিল। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল দলটি। তবে এরপর টানা চার ম্যাচ হেরে বসে দলটি। মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। এবার সেই শূন্যতা পূরণ করেই চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামছে নুরুল হাসান সোহানের দল।