• ঢাকা রবিবার
    ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
বিপিএল-২০২৫

বরিশালকে হারিয়ে শীর্ষ দুই নিশ্চিত চিটাগংয়ের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:২৯ পিএম

বরিশালকে হারিয়ে শীর্ষ দুই নিশ্চিত চিটাগংয়ের

ক্রীড়া ডেস্ক

শীর্ষ দুই নিশ্চিত করতে টেবিল টপার ফরচুন বরিশালকে হারানোর চ্যালেঞ্জ ছিল চিটাগং কিংসের সামনে। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সে সে চ্যালেঞ্জে উতরে গেছে তারা। বরিশালকে ২৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নিশ্চিত হয়েছে তাদের।

এই জয়ে ১২ ম্যাচ শেষে চট্টলার দলটির পয়েন্ট ১৬। রংপুর রাইডার্সের পয়েন্টও সমান। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে লিগ পর্বের শেষ ৪ ম্যাচে হেরে যাওয়া রংপুর। অন্যদিকে চিটাগংয়ের কাছে হারলেও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

মিরপুরের হোম ক্রিকেটে আজ (১ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে চিটাগং। ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে তাদের শুরুটা হয় দুর্দান্ত। ৪১ বলে ১ চার ও ৮টি বিশাল ছক্কায় ৭৫ রান আসে তার ব্যাটে। ১৩তম ওভারে এবাদত হোসেনের বলে ফেরেন ইমন।

এরপর শুরু হায়দার আলী ও শামিম হোসেনের তাণ্ডব। ২৩ বলে সমান তিনটি করে চার-ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। শামিম খেলেছেন ১২ বলে ৩০ রানের হার না মানা ইনিংস। তাদের সাহসী ব্যাটিংয়ে ২০ ওভার শেষে চিটাগংয়ের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২০৬ রান।

বরিশালের পক্ষে ৪৬ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট পান স্পিনার তাইজুল ইসলাম।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বরিশাল। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম ইকবাল। ৯ রানে ফেরেন অন্য ওপেনার তাওহিদ হৃদয়।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ