• ঢাকা শুক্রবার
    ১৭ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:৪৫ এএম

এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

ক্রীড়া ডেস্ক

কোপা দেল রেতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৮ বছর বয়সী এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে শুরুটা দারুণ করলেও মাঝে খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

আনচেলত্তির দলকে চ্যালেঞ্জ জানাতে থাকা সফরকারি দলটি ৮৩ মিনিটে জোনাথন বাম্বার গোলে ২-১ এ ব্যবধান কমায়। ইনজুরি টাইমে স্পটকিক থেকে গোল আদায় করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় সেল্টা ভিগোর মার্কোস আলোনসো।

অতিরিক্ত সময়ে নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় রিয়াল মাদ্রিদ। যেখানে ১১ মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান তরুণ ফরোওয়ার্ড এন্দ্রিকের জোড়া গোল ও ভালভার্দের সফল ফিনিশিংয়ে বড় জয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

আর্কাইভ