• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষায়ও ব্যর্থ

বিসিবির বিবৃতির পর সাকিবের ভাগ্যও লেখা হয়ে গেল?

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৯:১৬ পিএম

বিসিবির বিবৃতির পর সাকিবের ভাগ্যও লেখা হয়ে গেল?

ক্রীড়া ডেস্ক

তামিম ইকবালকে ঘিরে প্রশ্নটার শেষ গতকাল রাতে তামিমই টেনে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, তাঁর অবসরই চূড়ান্ত, আর জাতীয় দলে ফিরছেন না। এরপর থেকে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার আগে একটা বড় প্রশ্ন ছিল সাকিব আল হাসানকে ঘিরে। বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা পাওয়া সাকিবও কি তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন না?

চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকালই শেষ হয়ে যাবে। তার আগে ক্রিকেটপাড়ায় গত কিছুদিনে খবর চাউর হয়ে গিয়েছিল যে, লন্ডনে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে বোলিং পরীক্ষায়ও পাশ করতে পারেননি। তবে সেটা ছিল অনানুষ্ঠানিক খবর। সে খবরের ভিত্তিতেই বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলের পরিকল্পনাও অনেকটা প্রকাশ্য হয়ে পড়ে যে, বোলিং অ্যাকশনের বৈধতা না পেলে শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখবে না বিসিবি।

আজ সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল হাতে পেয়েছে বিসিবি। বিবৃতি দিয়ে সেটি জানিয়ে দিয়েছে তারা। পুরোনো খবরই সত্যি হলো – সাকিব দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করতে পারেননি। অর্থাৎ, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের রায়ের পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বাইরে সব জায়গায় সাকিবের বোলিংয়ে যে নিষেধাজ্ঞা আগেই দেওয়া হয়েছিল, সেটি কার্যকর থাকছে।

আর এর মানে চ্যাম্পিয়নস ট্রফিতে তাহলে তামিমের পর সাকিবকেও না নিয়েই খেলবে বাংলাদেশ? সম্ভাবনা তা-ই বলছে।

এখনো সাকিবের সুযোগ যে নেই, তা নয়। এমনিতেই আগে থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, চেন্নাইয়ে ২১ ডিসেম্বরের পরীক্ষায় ব্যর্থতার খবর জেনে সাকিব আরও একবার সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। তবে সে খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা দিয়ে থাকুন বা না থাকুন, আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করা হলেও সে দলে অদলবদল করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে পারলে আবার চ্যাম্পিয়নস ট্রফির দলে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হবে।

তবে সেটা অনেক যদি-কিন্তুর ওপর নির্ভরশীল। আপাতত খবর এই যে, সাকিবের বোলিং নিষিদ্ধ। আর শুধু ব্যাটিংয়ের জন্য সাকিবকে বিসিবি চ্যাম্পিয়নস ট্রফির দলে না রাখারই কথা।

আর্কাইভ