• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বার্সায় রইলেন মেসি!

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ১০:৩৭ পিএম

বার্সায় রইলেন মেসি!

প্রতীক ওমর

স্প্যানিশ ক্লাব বার্সোলনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ফুটবলের ক্ষুদে যাদুকর লিওনেল মেসির। নতুনভাবে কোথায় যাবেন তিনি এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। এর মধ্যে স্প্যানিশ ফুটবল লিগ সভাপতি হাভিয়ের তেবাসের নানা কথা বার্সেলোনা সমর্থকদের হয়তো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, এই বুঝি নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে হারাতে যাচ্ছে বার্সেলোনা! এ ছাড়া সময়ের সেরা খেলোয়াড় ফ্রান্সের ক্লাব পিএসজিতে যাচ্ছেন বলেও গুঞ্জন উঠে। তবে সব গুঞ্জন ও জল্পনা-কল্পনা কাটিয়ে বার্সায় রয়ে গেলেন ফুটবলের ক্ষুদে যাদুকর।

মেসির ন্যু ক্যাম্পে থাকার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম।

গণমাধ্যমগুলো নিজেদের প্রতিবেদনে জানায়, বার্সেলোনার সঙ্গে অর্ধেক বেতনে নতুন করে পাঁচ বছরের চুক্তি করবেন মেসি। বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা চিন্তা করে নিজের বেতন কমিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বার্সেলোনা ও মেসির মধ্যে চুক্তি নবায়নের প্রাথমিক সমঝোতা হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

বার্সায় মেসির সর্বশেষ চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে ক্লাবে মৌসুমপ্রতি সাত কোটি ৫০ লাখ ইউরো আয় করেছেন মেসি। এখন সেটির অর্ধেকে নামিয়ে আনছেন। কারণ, বার্সেলোনার আর্থিক দুরবস্থা।

গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। এরপর থেকেই ‘ফ্রি এজেন্ট’ হিসেবে আছেন তিনি। গত বছর থেকেই তার চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতির দায়িত্ব নেয়া হুয়ান লাপোর্তা বারবার বলেছেন মেসিকে ধরে রাখতে চান তারা। 

মেসিরও ইচ্ছে ক্লাবটিতে থাকার। শেষ পর্যন্ত বুধবার সব বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আগামী শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে বলে স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে।

ছয়বারের ব্যালন ডি’অর–জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড সম্ভবত এই মুহূর্তে ক্যারিয়ার জীবনের সবচেয়ে বেশি সুখের সময়গুলোর একটি কাটাচ্ছেন। তিন দিন আগে তার নেতৃত্বেই আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতিয়েছে। আর্জেন্টাইনদেরও ২৮ বছরের শিরোপা–খরা ঘুচেছে এতে। আর্জেন্টিনাকে তো মেসি খুশি করেছেনই, এবার মেসিকে ঘিরে আনন্দের খবর পাচ্ছেন বার্সেলোনা সমর্থকেরাও।

মামুন

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ