• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

ঢাকাকে হেসেখেলে হারিয়ে রংপুরের পাঁচে পাঁচ, পঞ্চম জয়ের দেখা পেল উত্তরের ফ্র্যাঞ্চাইজি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৪:২৪ পিএম

ঢাকাকে হেসেখেলে হারিয়ে রংপুরের পাঁচে পাঁচ, পঞ্চম জয়ের দেখা পেল উত্তরের ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক

রংপুর রাইডার্সের পাঁচে পাঁচ আর ঢাকা ক্যাপিটালসের টানা চার। এবারের বিপিএলে রাইডারদের জয়রথ থামার নাম নেই। সিনেমার পর্দায় নানা অসম্ভব কাজ করে সুপারস্টার শাকিব খান চমকে দিলেও তার দল ঢাকা ক্যাপিটালস পারছে না ম্যাচ জিততে। টানা চতুর্থ ম্যাচে হার দেখল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ঢাকাকে হারিয়ে আসরে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেল উত্তরের ফ্র্যাঞ্চাইজিটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের লাক্কাতুরায় ঢাকা ক্যাপিটালসকে উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করা ঢাকা ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। জবাবে রংপুর ৪০ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায়।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর ১৭ রানের মাথায় ওপেনার আজিজুল হাকিম তামিমের উইকেট হারায়। এই তরুণ ১৪ বলে ৫ রান করে মোস্তাফিজের শিকারে পরিণত হন।

রংপুরের ইংলিশ রিক্রুট অ্যালেক্স হেলস এদিনও ঝড় তোলেন। তাতে মামুলি লক্ষ্য দ্রুতই ছোট হয়ে আসতে থাকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হেলস এদিনও অর্ধশতকের পথেই ছিলেন। কিন্তু ৬ রান দূরেথাকতেই তাকে ফেরান মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন হেলস।

সাইফ হাসানও আজ বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ বলে ১৩ রান করেই বিদায় নেন তিনি। রংপুরের স্কোর তখন ৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান।

রংপুর বাকি পথটা পাড়ি দেয় দুই পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ‍‍`র ব্যাটে। ইফতিখার ১২ বলে ৯ এবং খুশদিল ১৩ বলে ৪ চার ও ১ ছয়ে ২৭ রানে অপরাজিত থাকেন।

ঢাকার পক্ষে মোস্তাফিজ, আলাউদ্দিন বাবু এবং মোসাদ্দেক একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। ঢাকার পক্ষে তানজিদ তামিম ২০, জেসন রয় ১৮, আলাউদ্দিন বাবু ১৬ রান করেন। এছাড়া হাবিবুর ১৪ এবং মোসাদ্দেক ১২ রান করেন।

রংপুরের পক্ষে নাহিদ রানা ৩ উইকেট শিকার করেন। এছাড়া আকিফ জাভেদ ও খুশদিল ২টি করে উইকেট শিকার করেন।  

আর্কাইভ