• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

এবার বিপিএলের টিকিট বুথে আগুন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৩:০২ পিএম

এবার বিপিএলের টিকিট বুথে আগুন

ক্রীড়া ডেস্ক

এবারের বিপিএলে শুরু থেকেই টিকিট নিয়ে অস্থিরতা চলছে। গত ২৯ ডিসেম্বর মানুষ সকাল থেকে ভিড় করে টিকিট পায়নি। পরদিন উদ্বোধনী দিনে তো টিকিটের জন্য স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলেন দর্শকেরা।

দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে কাটলেও আজ তৃতীয় ম্যাচ-ডেতে আবার ঝামেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা মিরপুর স্টেডিয়ামের পাশে মিরপুর সুইমিং কমপ্লেক্সের একটি টিকেট বুথে আগুন লাগে। লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় এই ঘটনা।

টুর্নামেন্ট ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। অথচ কবে, কোথা থেকে টিকিট কেনা যাবে ২৯ ডিসেম্বর সকালেও জানাতে পারেনি বিসিবি। অনেক সমর্থক সকাল থেকে অপেক্ষা করেও টিকিট পায়নি সেদিন। পরে দুপুর ১২টায় জানানো হয় বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট মিলবে, সেটাও শুধু একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ থেকে।

সোমবার উদ্বোধনী দিনেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাক্ষী হয় বিপিএল। ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম এলাকায় টিকিট প্রত্যাশীদের অপেক্ষা এক সময় রূপ নেয় ক্ষোভে। টিকিট না পেয়ে এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে গেট ভেঙে ফেলেন। ক্ষতিগ্রস্ত করেন গেটের বাইরের প্রদর্শনী। এমনকি বিক্ষুব্ধ জনতা দুর্বার রাজশাহীর টিম বাসও আটকে দিয়েছিল।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পরিস্থিতি এই বছরের টুর্নামেন্টে টিকিট ব্যবস্থাপনার চলমান সমস্যাগুলো আবার তুলে ধরেছে। এমনিতেই টিকেট বিক্রির অব্যবস্থাপনা ও অন্যান্য কর্মসূচিতে সন্তোষজনক পারফরম্যান্স দেখতে না পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব হিসেবে পরিচিত মাহফুজুল আলমের বিরুদ্ধে।

আর্কাইভ