• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১
লঙ্কা টি-টেন

বোলিংয়ে নিষিদ্ধ সাকিবের ব্যাটে ২২৬ স্ট্রাইক রেটের ঝোড়ো ইনিংস

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৫৫ পিএম

বোলিংয়ে নিষিদ্ধ সাকিবের ব্যাটে ২২৬ স্ট্রাইক রেটের ঝোড়ো ইনিংস

ক্রীড়া ডেস্ক

সব ধরনের ক্রিকেটে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা না দেওয়া পর্যন্ত আর বল করতে পারবেন না সাকিব আল হাসান - তা সবারই জানা। বল না করতে পারলেও ব্যাটসম্যান সাকিব যে ফুরিয়ে যাননি তাঁর প্রমাণ দেখা গেছে আজ। শ্রীলঙ্কার টি-টেন লিগে  হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে ১৯ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাকিব। ২২৬ স্ট্রাইক রেটে রান তোলা সাকিব একাই গল মার্ভেলসের অর্ধেকের চেয়ে বেশি রান করেছেন। 

সাকিবের দল গল ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গল। দলীয় ২৩ রানে প্রথম ৪ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সাকিবের দল।

ইনিংসের পঞ্চম ওভারে ক্রিজে নেমে অপর প্রান্তে থাকা ওপেনার অ্যালেক্স হেলসের বিদায়ও দেখেছেন সাকিব। ৫ ওভার না পেরোতেই গলের ৩ উইকেট নেই স্কোরবোর্ডে মাত্র ২৯ রান। 

এমন ব্যাটিং বিপর্যয়ে সাকিব যেন জ্বলে উঠলেন পুরোনো ছন্দে। কে জানে, ইসিবি থেকে পাওয়া বোলিং নিষেধাজ্ঞাই হয়তো সাকিবকে ব্যাট হাতে জ্বলে উঠতে অনুপ্রাণিত করেছে।

পঞ্চম ওভারে ক্রিজে নেমে নিজের খেলা প্রথম বলেই চার মেরে আগ্রাসী বার্তা দেওয়া সাকিবকে শেষ পর্যন্ত কেউ আউটই করতে পারেনি। বাংলা টাইগার্সের হয়ে সপ্তম ওভারে বল করতে আসা মোসাদ্দেক হোসেন সৈকতকে পেয়েই জ্বলে উঠেন সাকিব, এক ওভারে ২টি ছক্কা ও এক চারে সেই ওভারে নেন ১৮ রান।

অপর প্রান্ত থেকে সতীর্থরা রান করতে না পারলেও সাকিব ছিলেন মারকুটে মেজাজে। শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত ১৯ বলে ৪৩ রানের ইনিংসে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮২ রান করে গল।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ