• ঢাকা বৃহস্পতিবার
    ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

জাকের-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯৫ রানের চ্যালেঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১১:৪৭ পিএম

জাকের-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯৫ রানের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন। মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে উইকেট মেরামত করতে থাকা তানজিদ হাসান ৬০ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অধিনায়ককে বেশিদূর সঙ্গ দিতে পারেননি আফিফ। দলীয় ১৯৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

তবে দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়ে ১০১ বলে ৭৪ রান নিয়ে ক্রিজ ছাড়েন মেহেদি মিরাজ। মাহমুদুল্লাহ রিয়াদ-জাকের আলী জুটি সমান তালে রান বাড়ানোর চেষ্টায় ছিলেন। ৪৩ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ। ৪০ বলে ৪৮ রানে সাজঘরে ফেরেন জাকের। পরে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ক্যারবিয়দের হয়ে শেফার্ড নেন তিন উইকেট। আর দুটি উইকেট তুলে নেন জোসেফ। সিয়েলস পান একটি।

আর্কাইভ