• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

লুইয়ের ফিফটি, ধীর গতিতে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১১:৪৩ পিএম

লুইয়ের ফিফটি, ধীর গতিতে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ধীর গতিতে এগোচ্ছে স্বাগতিকরা। তবে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মিকাইল লুই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭২ রান। মিকাইল লুই ৫০ রান এবং কাভেম হজ ১৫ রানে ব্যাট করছেন।

শুক্রবার (২২ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকে টাইগার বোলারদের সমীহ করে খেলতে থাকেন ক্যারিবিয়ানরা। এতে প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে স্বাগতিকরা।

১৪তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। আর তৃতীয় বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরে ফাঁদে ফেলে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন। ৩৮ বলে মাত্র ৪ রান করেন এই ক্যারিবিয়ান ওপেনার।

এক ওভার পরে আবারও বোলিংয়ে আসেন তাসকিন। এবার এই টাইগার বলে পরাস্ত হয়েছেন কেসি কার্টি। ৮ বলে শূন্য রান করেন তিনি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মিকাইল লুই। ১০৪ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভেম হজ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ