• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
কিছুটা বিপাকে পড়েছে স্বাগতিকরা

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৯:২৬ পিএম

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

ক্যারিবিয়ান অধিনায়ককে ফিরিয়ে অ্যান্টিগা টেস্টে বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। এরপর তিনে নামা ক্যাসি কার্টির উইকেটও ঝুলিতে পুরেছেন এই পেসার। দলীয় ২৫ রানেই হারিয়ে কিছুটা বিপাকে পড়েছে স্বাগতিকরা।

এর আগে শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ মিলে শুরু থেকেই চাপে রাখেন দুই উইন্ডিজ ওপেনারকে। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দুই ওভারে কোনো রান-ই তুলতে পারেননি ব্র্যাথওয়েট ও অন্য ওপেনার মিকাইল লুইস।

দুই ব্যাটারের মধ্যে বেশি চাপে ছিলেন ব্র্যাথওয়েট। ৩৮ বল খেলে ৪ রানের বেশি তুলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত তাসকিনের বলে ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আউট থেকে বাঁচতে রিভিউ নিলেও তার বিপক্ষে যায় রায়।

তিনে নেম সুবিধা করতে পারেননি ক্যাসি কার্টিও। ৮ বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার। তাসকিনের স্ট্রেইট লাইনের বল লেগ সাইডে খেলতে গিয়ে তাইজুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট নেতৃত্ব পাওয়া মিরাজ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ