• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
বোর্ডার–গাভাস্কার ট্রফি

স্টার্ক-হ্যাজলউড তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১১:২৪ এএম

স্টার্ক-হ্যাজলউড তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

পার্থে বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। হ্যাজলউড ও স্টার্কের শিকার হয়ে ৪৭ রানে ফিরেছে ভারতের চার ব্যাটার।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে ৫ রান উঠতেই। তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হয়ে ৮ বল খেলেও শূন্য রানে ফিরেন ওপেনার যশস্বী জয়সোয়াল।

এর পর উইকেটে টিকে থাকার লড়াই করেও পারলেন না দেবদূত পাডিক্কাল। ১১তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে ১৪ রানে পাডিক্কালের উইকেট হারায় ভারত। 

শূন্য রানে প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বিরাট কোহলিও।

হ্যাজলউডের শর্ট ডেলিভারিতে প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। আউট হওয়ার আগে নিজের রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ৩২ রানে তিন উইকেট হারানোর পর ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ৪৭ রানে। ২৬ রান করার পর মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল।

প্রথমে আউট দেননি আম্পায়ার, পরে রিভিউতে বদলে যায় আম্পারের সিদ্ধান্ত। 
উইকেটে আছেন ঋষভ পন্ত ও ধুব জুরেল। পন্ত ১০ রানে ও জুরেল ৪ রানে ব্যাটিং করছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ